![]() |
| বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF || বিভিন্ন রাজার সভাকবি |
সুপ্রিয় বন্ধুরা,
আজ শেয়ার করবো বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF ; যেটিতে ভারতীয় ইতিহাসের উল্লেখ্যযোগ্য বিভিন্ন রাজা ও তাঁর সভাকবি দের নামের তালিকা খুব সুন্দর ভাবে দেওয়া আছে । বিগত বিভিন্ন পরিক্ষায় লক্ষ্য করলে দেখা যায় এখান থেকে প্রায়ই প্রশ্নও এসেছে । যেমন - হরিসেন কার সভাকবি ছিলেন ? সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন ?
সুতারাং আর সময় অপছয় না করে নীচ থেকে সম্পুর্ণ PDF টি ডাউনলোড করে নাও অফলাইনে পড়ার জন্য ।
বিভিন্ন রাজা ও তাঁর সভাকবির নাম
| রাজা | সভাকবির নাম |
|---|---|
| আলাউদ্দিন খলজি | আমির খসরু |
| ছুটি খাঁ | শিকর নন্দী |
| নরসিংহ দেব | হলধর মিশ্র |
| ফিরোজ তুঘলক | জিয়াউদ্দিন বরণী |
| সুলতান মামুদ | ফিরদৌস |
| পৃথ্বীরাজ চৌহান | চাঁদ বরদই |
| সিংহ বিষ্ণু | ভারতী |
| কুতুবুদ্দিন আইবক | হারুন নিজমি |
| দ্বিতীয় চন্দ্রগুপ্ত | অমর সিংহ |
| মহিপাল | রাজশেখর |
| সমুদ্রগুপ্ত | হরিষেন |
| দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য | কালিদাস |
| দ্বিতীয় পুলকেশী | রবিকীর্তি |
| হর্ষবর্ধন | বানভট্ট |
| কনিষ্ক | নাগার্জুন, অশ্বঘোষ |
| আকবর | আবুল ফজল |
| শাহজাহান | আব্দুল হামিদ |
| শাহজাহান | জগন্নাথ পন্ডিত |
| শাহজাহান | লাহরী |
| যশোবর্ধন | বারুপতি |
| সাতবাহন রাজা হলা | গুণধ্যায় |
| চোলরাজ | কামবন |
| অমোঘবর্ষ | মহাবীরাচার্য |
| আলাউদ্দিন খলজি | মীরা হাসান দেহলভি |
| শিবাজী | পরমানন্দ |
| কৃষ্ণচন্দ্র | রামপ্রসাদ সেন |
| বালিয়ার সিং | গঙ্গাধর মিশ্র |
| মহঃ গজনী | অলবিরুনী |
| লক্ষ্মন সেন | জয়দেব |
| যশোবর্ধন | ভবভূতি |
| দ্বিতীয় পৃথ্বীরাজ | সোমদেব |
| লক্ষণ সেন | ধোয়ী |
| লক্ষণ সেন | হলায়ুধ |
| মদন পাল | সন্ধ্যাকর নন্দী |
| পরাগল খাঁ | কবীন্দ্র পরমেশ্বর |
| কৃষ্ণদেব রায় | আল্লাসানি পেদ্দান |
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- বিভিন্ন রাজার সভাকবি তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 505 KB
No. of Pages :- 03
