| বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমি আপনাদের জন্য সাধারণ জ্ঞানের উপরে একটি গুরুত্বপূর্ণ টপিক তালিকা আকারে নিয়ে এসেছি । সেটি হল - বিভিন্ন দেশের আইন সভা বা পার্লামেন্টের নাম PDF। এই পিডিএফ টিতে বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি দেশের আইন সভার নামের তালিকা সুন্দর ভাবে সাজনো পাবে । বর্তমান সময়ে চাকরীর পরীক্ষায় জিকের অংশ হিসাবে এই বিষয়ের উপর প্রশ্ন আসে ।
সুতরাং, আর সময় অপচয় না করে । এখনি নীচ থেকে বিভিন্ন দেশের আইন সভার নাম পিডিএফ টি ডাউনলোড করে নিন ।
বিভিন্ন দেশের আইন সভার নাম
| দেশের নাম | আইনসভার নাম |
|---|---|
| ভারত | সংসদ |
| বাংলাদেশ | জাতীয় সংসদ |
| নেপাল | কংগ্রেস বা পঞ্চায়েত |
| পাকিস্তান | জাতীয় পরিষদ বা সিনেট |
| ভুটান | সোংডু |
| মায়ানমার | পিথু ইটার্ড |
| জাপান | ডায়েট |
| চীন | কংগ্রেস |
| অস্ট্রেলিয়া | পার্লামেন্ট |
| যুক্তরাজ্য | পার্লামেন্ট |
| ব্রাজিল | ন্যাশনাল কংগ্রেস |
| মঙ্গোলিয়া | থুরাল |
| মিশর | দারুল আওয়াম |
| ফ্রান্স | চেম্বার |
| যুক্তরাষ্ট্র | কংগ্রেস |
| রাশিয়া | সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি |
| কানাডা | পার্লামেন্ট |
| ইতালি | সিনেট |
| দক্ষিণ আফ্রিকা | হাউজ অব অ্যাসেম্বলি |
| নরওয়ে | স্টরটিং |
| জার্মানি | রাইখস্ট্যাগ |
| নেদারল্যান্ড | স্ট্যাটেড জেনারেল |
| ইরান | মজলিস |
| ডেনমার্ক | ফোকেট |
| সুইডেন | রিক্সড্যাগ |
| আফগানিস্তান | লয়াজিরগা |
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- বিশ্বের বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম
File Language :- Bengali
File Size :- 505 KB
No. of Pages :- 02
Khub sundor help ho6e
ReplyDeleteThanks
ReplyDelete