Type Here to Get Search Results !

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর 2022 || সাধারণ জ্ঞান mcq pdf

2
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর 2022 || সাধারণ জ্ঞান mcq pdf
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর 2022 || সাধারণ জ্ঞান mcq pdf
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর 2022 || সাধারণ জ্ঞান mcq pdf; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা 155 টির বেশি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ 156টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।
◄ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর MCQ 2022 
প্রশ্নঃ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

প্রশ্নঃ “রাখীবন্ধন” উৎসবের উদ্যোক্তা কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।

প্রশ্নঃ  কাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয় ?
উত্তরঃ ডুয়ার্স। 

প্রশ্নঃ  কপালকুণ্ডলা উপন্যাসটি কে রচনা করেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ নেপাল ।

প্রশ্নঃ ভারতের গোলাপি শহর কাকে বলে ?
উত্তরঃ জয়পুর। 

প্রশ্নঃ অর্জুন পুরস্কার কত সালে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯৬১ সাল। 

প্রশ্নঃ “সব ইতিহাসই সমকালীন ইতিহাস” – এটি কার উক্তি ? 
উত্তরঃ ক্লোচেন ।

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ পণ্ডিত জওহরলাল নেহেরু ।

প্রশ্নঃ শকাব্দের প্রবর্তক কে?
উত্তরঃ কনিষ্ক । 

◄Vorsa :: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022►

প্রশ্নঃ প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন?
উত্তরঃ বাচেন্দ্রী পাল ।

প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত?
উত্তরঃ সগরমাথা ।

প্রশ্নঃ নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
উত্তরঃ মেধা পাটকর। 

প্রশ্নঃ  শের-ই-বাংলা কাকে বলা হয় ?
উত্তরঃ ফজলুল হক। 

প্রশ্নঃ  তিতুমিরের প্রকৃত নাম কি ছিল ?
উত্তরঃ সৈয়দ মীর নাসের আলী।

প্রশ্নঃ গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন ।

প্রশ্নঃ “Back to Vedas” এই স্লোগান কে প্রবর্তন করেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী ।

প্রশ্নঃ NASA- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন ডি.সি. ।

প্রশ্নঃ ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে ?
উত্তরঃ ২০ টাকার নোটে (নতুন) ।

◄Vorsa :: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022►

প্রশ্নঃ ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ আগরতলা ।

প্রশ্নঃ “বেলা অবেলা কালবেলা” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।

প্রশ্নঃ নাটুয়া কোন রাজ্যের নৃত্য?
উত্তরঃ বিহার ।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে দেশ নায়ক আখ্যা দেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসুকে ।

প্রশ্নঃ জাপানের সংসদ কী নামে পরিচিত?
উত্তরঃ ডায়েট ।

প্রশ্নঃ ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
উত্তরঃ বরাহগিরি ভেঙ্কট গিরি ।


প্রশ্নঃ  সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর।

প্রশ্নঃ কোন রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় না ?
উত্তরঃ আসাম।

প্রশ্নঃ মান্ডভী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাটে।

প্রশ্নঃ কোন শহরকে পৃথিবীর 'রাসায়নিক রাজধানী' বলা হয়?
উত্তরঃ উইলসিংটন ।

◄Vorsa :: জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022►

প্রশ্নঃ কোন প্রাচীন গ্রন্থটি পঞ্চম বেদ নামেও পরিচিত?
উত্তরঃ মহাভারত ।

প্রশ্নঃ ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে ?
উত্তরঃ ড: এ.পি.জে আব্দুল কালাম ।

প্রশ্নঃ ভারতে পণ্য ও পরিষেবা কর(GST) চালু হয়েছিল কবে?
উত্তরঃ ২০১৭ সালের ১লা জুলাই ।

প্রশ্নঃ সিদি বশির মসজিদ স্মৃতিস্তম্ভ কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ আহমেদাবাদ ।

প্রশ্নঃ “হংস দময়ন্তী” ছবিটি কে এঁকেছিলেন ?
উত্তরঃ রাজা রবি বর্মা ।

প্রশ্নঃ বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা?
উত্তরঃ কলকাতা।

প্রশ্নঃ বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।

প্রশ্নঃ পরগনা শব্দটি এসেছে কোথা থেকে?
উত্তরঃ ফরাসি শব্দ থেকে।

প্রশ্নঃ কোন ভাইসরয় কে “উজ্জ্বল বিফলতা” বলা হয় ?
উত্তরঃ লর্ড লিটন ।

প্রশ্নঃ কোন গভর্ণর জেনারেলের আমলে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয় ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ ।

প্রশ্নঃ লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল ?
উত্তরঃ লর্ড রিপন ।

"জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022" সম্পুূর্ণ  পিডিএফে দেওয়া আছে।
File Details :-
File Name :- জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর 2022 
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 09


Post a Comment

2 Comments
  1. আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য। পোস্টটি অনেক সুন্দর হয়েছে।

    ReplyDelete
  2. আপনার পোস্টটি অসাধারণ হয়েছে।

    ReplyDelete

Top Post Ad

Bottom Post Ad

Skip Ad in 20s
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram