Type Here to Get Search Results !

রাজ্যের রেলওয়ে স্কুলে PGT/TGT শিক্ষক নিয়োগ ২০২৫

0
রাজ্যের রেলওয়ে স্কুলে PGT/TGT শিক্ষক নিয়োগ ২০২৫
 
রাজ্যের রেলওয়ে স্কুলে PGT/TGT শিক্ষক নিয়োগ ২০২৫
রেলওয়ে স্কুল PGT/TGT শিক্ষক নিয়োগ ২০২৫:
রাজ্যের যেসব প্রার্থী মাস্টার্স শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে। পশ্চিম বর্ধমান লোকোমোটিভ ওয়ার্কার্সের তরফ থেকে রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কীভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি পড়ুন।


নিয়োগের মূল তথ্য:
প্রতিষ্ঠানের নাম: রেলওয়ে স্কুল PGT/TGT শিক্ষক
পদ: পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT),
☑ ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
শূন্য পদসংখ্যা: ৩৭ টি
আবেদনের মোড: কোনো অনলাইন বা অফলাইন আবেদন প্রক্রিয়া নেই।
আবেদনের লিংক: https://www.erhssasansol.in
ইন্টারভিউ তারিখ: ০৫/০৪/২০২৫ থেকে ১২/০৪/২০২৫


যোগ্যতা শর্ত:
👇শিক্ষাগত যোগ্যতা:
☑ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা:
নূন্যতম বয়স: ১৮ বছর
সর্বোচ্চ বয়স: ৬৮ বছর
 


নিয়োগ প্রক্রিয়া ও বেতন:
👇 নিয়োগ পদ্ধতি:
☑ শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
☑ সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট (শিক্ষাগত সনদ, বয়সপ্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি, আধার/ভোটার কার্ড) এর হার্ড কপি ও ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।

👇মাসিক বেতন:
☑ PGT: ২৭,৫০০ টাকা
☑ TGT: ২৬,২৫০ টাকা


আবেদনের পদ্ধতি:
☑ প্রথমে https://www.erhssasansol.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন।
☑ প্রয়োজনীয় তথ্য (শিক্ষাগত যোগ্যতা, বয়স প্রমাণপত্র ইত্যাদি) আপলোড করুন।
☑ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন পত্র জমা দিন।


গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
☑ আবেদনের আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন ।
☑ ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে আবেদন করলে সরাসরি আবেদন পত্র বাতিল হবে।

চাকরির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন: Vorsa Academy (Vorsa.in)

📍দ্রষ্টব্য:সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।
 

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Skip Ad in 20s
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram