Type Here to Get Search Results !

কলকাতা সায়েন্স সিটিতে ৮টি শূন্য পদে কর্মী নিয়োগ

0
কলকাতা সায়েন্স সিটিতে ৮টি শূন্য পদে কর্মী নিয়োগ
কলকাতা সায়েন্স সিটিতে ৮টি শূন্য পদে কর্মী নিয়োগ
কলকাতা সায়েন্স সিটিতে ৮টি শূন্য পদে কর্মী নিয়োগ ২০২৫:
কলকাতার বিখ্যাত সায়েন্স সিটি, যা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ, সেখান থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৮টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের মাসিক ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।


নিয়োগের মূল তথ্য:
প্রতিষ্ঠানের নাম: কলকাতার বিখ্যাত সায়েন্স সিটি
পদ: সায়েন্স কমিউনিকেটর
শূন্য পদসংখ্যা: ৮ টি
আবেদনের মোড: অফলাইন
আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০২৫


যোগ্যতা শর্ত:
👇শিক্ষাগত যোগ্যতা: 
☑ পদার্থবিদ্যা, জীববিজ্ঞান বা রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
☑ ডিগ্রিটি ২০২২ বা তার পরবর্তী বছরে অর্জিত হতে হবে। এর আগে পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
 ☑ বাংলা ভাষায় দক্ষতার পাশাপাশি হিন্দি বা ইংরেজিতে পারদর্শী হতে হবে।
 


নিয়োগ প্রক্রিয়া ও বেতন:
👇 নিয়োগ পদ্ধতি:
☑ লিখিত পরীক্ষা ও কমিউনিকেশন স্কিল টেস্ট-এর মাধ্যমে নির্বাচন করা হবে।


👇মাসিক বেতন:
☑ নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।


আবেদনের পদ্ধতি:
☑ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
☑ নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন পত্র জমা দিন।
☑ বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া আবেদন ফর্ম A4 সাইজের কাগজে প্রিন্ট করে পূরণ করতে হবে। 
☑ প্রয়োজনীয় নথির সত্যায়িত কপি সহ ১৩ এপ্রিল ২০২৫-এর মধ্যে জমা দিতে হবে।


জমা দেওয়ার ঠিকানা:
☑ Controller of Administration,
Science City, JBS Haldane Avenue,
Kolkata – 700 046

চাকরির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন: Vorsa Academy (Vorsa.in)

📍দ্রষ্টব্য:সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য আমাদের ওয়েবসাইট চেক করুন।
 

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Skip Ad in 20s
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram