Type Here to Get Search Results !

রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ চলছে | Cooch Behar Recruitment 2025

0
রাজ্যের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ চলছে | District Magistrate Cooch Behar Recruitment 2025
 
District Magistrate Cooch Behar Recruitment 2025


নমস্কার বন্ধুরা, 
আজকে আপনাদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে এসেছি । কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই বিজ্ঞপ্তিতে বলেছে সমস্ত পদ মিলে মোট 6 টি শূন্য পদ রয়েছে ।

এই পদ গুলিতে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত তথ্যের কথা বলা হয়েছে, সেগুলি হল যেমন- পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়স সীমা, আবেদন পদ্ধতি, আবেদনের জন্য ফি ইত্যাদি । আরও বিস্তারিত তথ্য জানতে নিচের নিবন্ধনটি পড়ুন, কোন লাইন বাদ না দিয়ে সম্পূর্ণ লেখাটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ুন।
 
পদের নামঃ
ডেটা এন্ট্রি অপারেটর
হিসাব রক্ষক
সহকারী হিসাবরক্ষক
 
মোট শূন্যপদঃ
ডেটা এন্ট্রি অপারেটরঃ ০১ টি 
হিসাব রক্ষকঃ ০১ টি
সহকারী হিসাবরক্ষকঃ ০৪ টি 

মাসিক বেতনঃ
ডেটা এন্ট্রি অপারেটরঃ ১৬,০০০/- টাকা
হিসাব রক্ষকঃ ১২, ০০০/- টাকা
সহকারী হিসাবরক্ষকঃ ১১, ০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা : কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের পদ  অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। 

ডেটা এন্ট্রি অপারেটরঃ যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট। 

হিসাব রক্ষকঃ এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সকল প্রার্থী যারা আগে কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে সময় অবসরপ্রাপ্ত।
 
সহকারী হিসাবরক্ষকঃ এই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সকল প্রার্থী যারা আগে কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে সময় অবসরপ্রাপ্ত।

বয়সসীমা : 
ডেটা এন্ট্রি অপারেটরঃ ২১ থেকে ৩৫
হিসাব রক্ষকঃ সর্বোচ্চ ৬৪
সহকারী হিসাবরক্ষকঃ সর্বোচ্চ ৬৪
 
আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল বিজ্ঞপ্তির নিচে থাকা wbpdcl.co.in আবেদনপত্রের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্রে নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর পূরণ করা তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সবশেষে সম্পন্ন আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
 
আবেদন শুরু ও শেষের তারিখ : 
অফলাইন আবেদন প্রক্রিয়া শুরুঃ ১০/০২/২৫
অফলাইন আবেদন করার শেষ তারিখঃ ২৫/০২/২৫

নিয়োগ প্রক্রিয়া
কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলিতে চাকরী পাবার জন্য প্রার্থীদের নিচে দেওয়া তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

১. লিখিত পরীক্ষা।
২. কম্পিউটার পরীক্ষা।
৩. ইন্টারভিউ।
 
গুরুত্বপূর্ণ লিঙ্ক : 

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Skip Ad in 20s
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram