Type Here to Get Search Results !

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ ২০২৩

0
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ ২০২৩ 
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।
সুপ্রিয় বন্ধুরা,
সম্প্রতি WBPDCL এর দ্বারা বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক কর্মী নিয়োগ ২০২৩, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদন যোগ্য।


এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

Employment NO : WBPDCL/Recruitment/2023/06

যে পদে নিয়োগ করা হবে

1. জেনারেল ম্যানেজার / General Manager (Mining)

শূন্যপদ ঃ এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh পাশ থাকতে হবে। সঙ্গে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমাঃ উক্ত পদের জন্য সর্বোচ্চ 58 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন ঃ 1,47,300 থেকে 2,04,500 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

2. মাইনস ম্যানেজার / Mines Manager

শূন্যপদ ঃ এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা ডিপ্লোমা পাশ থাকতে হবে। সঙ্গে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমাঃ উক্ত পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন ঃ 82,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

3. অ্যাসিস্টেন্ট ম্যানেজার / Assistant Manager (Mining)

শূন্যপদ ঃ এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Mining Engineering নিয়ে B.Teh অথবা ডিপ্লোমা পাশ থাকতে হবে। সঙ্গে 12 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমাঃ উক্ত পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন ঃ 63,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

4. সার্ভেয়র / Surveyor

শূন্যপদ ঃ এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের Survey Engineering নিয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে। সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমাঃ উক্ত পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন ঃ 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

5. ওভারম্যান / Overman

শূন্যপদ ঃ এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ঃ এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের Mining Engineering নিয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে। সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমাঃ এই পদের জন্য সর্বোচ্চ 55 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন ঃ 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । এর জন্য www.wbpdcl.co.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে প্রার্থীরা ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।

- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

নিয়োগ পদ্ধতি ঃ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে ।   
 
গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু  আবেদন চলছে
আবেদন শেষ ১৬ই অক্টোবর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Notification  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram