Type Here to Get Search Results !

RBI Assistant Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

0
RBI Assistant Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 
RBI Assistant Recruitment 2023: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

সুপ্রিয় বন্ধুরা,
চাকরি প্রার্থীদের জন্য আবারও বিরাট বড় সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফে বিভিন্ন স্থানীয় অফিসগুলিতে Assistant পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হল। এবছর অনেকটা অপেক্ষার পর প্রকাশিত করা হল RBI এর Assistant পদে নতুন বিজ্ঞপ্তি। ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সকল চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে ।


RBI ASSISTANT 2023 :: এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম ঃ RBI Assistant

মোট শূন্যপদ ঃ 450টি (প্রতিটি কাস্টের শূন্যপদ ভিন্ন। তার জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন)

মাসিক বেতন ঃ এই পদে চাকরিরত প্রার্থীরা বিভিন্ন ভাতা মিলিয়ে প্রত্যেক মাসে ₹47,849/- টাকা বেতন পাবে ।   

শিক্ষাগত যোগ্যতা ঃ যে সমস্ত আবেদনকারীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তাদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিভাগে ৫০% নম্বর নিয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে । সংরক্ষিত শ্রেনির প্রার্থীদের শুধুমাত্র পাশ মার্কস থাকলেই আবেদন করতে পারবে। এবং কম্পিউটার কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে । 

বয়স সীমাঃ ০১.০৯.২০২৩ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ২৮ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩১ বছর পর্যন্ত এবং SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আবেদন পদ্ধতি ঃ সংশ্লিষ্ট পদে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া Apply লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আবেদন মূল্য ঃ আবেদনের জন্য SC/ST/PwBD/EXS প্রার্থীদের মোট ৫০ টাকা সঙ্গে ১৮% GST দিতে হবে । এবং GEN/OBC/EWS প্রার্থীদের মোট ৪৫০ টাকা সঙ্গে ১৮% GST দিতে হবে । 

প্রার্থী বাছাই পদ্ধতি ঃ 
RBI Assistant পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মোট ৫ টি ধাপ পেরোতে হবে। 
1) প্রিলিমিনারি পরীক্ষা
2) মেইন্স পরীক্ষা
3) স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি)
4) ডকুমেন্ট ভেরিফিকেশন
5) মেডিকেল পরীক্ষা

আবেদন মূল্য ঃ

গুরুত্বপূর্ণ তারিখ ঃ

আবেদন শুরু  ১৩/০৯/২০২৩ 
আবেদন শেষ ০৪/১০/২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ঃ

Official Notification  Download
Apply Online Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram