Type Here to Get Search Results !

WBP তে DEO পদে কর্মী নিয়োগ | West Bengal Police Data Entry Operator Recruitment 2023

0
West Bengal Police Data Entry Operator Recruitment 2023 | WBP তে DEO পদে কর্মী নিয়োগ
WBP তে DEO পদে কর্মী নিয়োগ | West Bengal Police Data Entry Operator Recruitment 2023
সুপ্রিয় বন্ধুরা,
আবারও আপনাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি রাজ্য পুলিশ অধিদপ্তরের তরফে West Bengal Police Data Entry Operator পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাগরিক এই পদে আবেদন করতে পারবেন । 

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন - পদের নাম,  শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন। 

পদের নাম : Contractual Data Entry Operator (DEO)

মোট শূন্যপদ : মোট শুন্যপদ ০৫ টি রয়েছে ।

মাসিক বেতন : 
এই পদে যোগ্য প্রার্থীদের প্রতিমাসে ১৬,০০০/- টাকা প্রদান করা হবে ।  

⬤▶আরও পড়ুনঃ

শিক্ষাগত যোগ্যতা :
   1. কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট সহ স্নাতক পাশ হতে হবে।
   2. মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের মৌলিক অ্যাপ্লিকেশনগুলিতে দক্ষতা থাকতে হবে।
   3. Working experience in Government / PSU /Others Organization.


বয়সসীমা:
আবেদনকারীর বয়স ১ অক্টোবর, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদন ফি: 
  ◆ উক্ত পদে আবেদন করার জন্য কোন আবেদন ফি দিতে হবে না। 

নিয়োগ পদ্ধতি ঃ
  ◆ কম্পিউটার টাইপ টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের উক্ত পদে নিয়োগ করা হবে । 
- বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন

প্রয়োজনীয় ডকুমেন্ট ঃ
  ◆ নিজের স্ব-প্রত্যয়িত ফটোকপি
  ◆ জন্মের তথ্য প্রমাণ
  ◆ আধার কার্ড/প্যান কার্ড/ভোটার কার্ড
  ◆ শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র।
  ◆ কম্পিউটার জ্ঞান/আবেদনের সার্টিফিকেট।
  ◆ অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)
 
আবেদনের ঠিকানা ঃ
  ◆ পোস্ট অফিস ঃ West Bengal Police Telecommunication HQ, 3 Manik Bandopadhyay Sarani,
Tollygunge, Kolkata – 700040
  ◆ ই-মেইল ঃ deo23telecomhq@gmail.com
          - বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন

আবেদন পদ্ধতি ঃ
 ইচ্ছুক ব্যাক্তিরা উক্ত পদগুলিতে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । নীচে দেওয়া লিঙ্কে ক্লিক থেকে প্রার্থীদের সংযুক্ত আবেদনপত্র টি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে..  পিডিএফ ফরম্যাটে স্ক্যান করার পর ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে । অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে। 
       --- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

 গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ১০ই আগস্ট ২০২৩
আবেদন শেষ  ৩১ই আগস্ট ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক :


টেলিগ্রাম চ্যানেল Join Now
Official Notification  Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram