![]()  | 
| শিশু মনস্তত্ত্ব প্রশ্ন উত্তর PDF | শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF Part-2 | 
সুপ্রিয় বন্ধুরা,
আজ শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF | শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব PDF টির পর্ব-০২ আপনাদের সাথে শেয়ার করছি । এই PDF টির মধ্যে তোমরা শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বিষয়ের উপর 50টি MCQ পাবে । যেগুলি Primary TET, ICDS Exam এই সব পরিক্ষার জন্য খুবই উপযোগী । 
সুতরাং আর সময় নষ্ট না করে এখনি নীচ থেকে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব PDF টি ডাউনলোড করে নাও । 
শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF 
01) From বোর্ড টেস্ট কোন বিষয়ের অন্তর্গত? 
a) Performance Test  
b) Standard Test
c) Group Test
d) Individual Test 
02) গ্রুপ টেস্ট কোন ক্ষেত্রে উপযোগী? 
a) নারীদের শিক্ষা
b) শিশুশিক্ষা
c) বয়স্ক শিক্ষা
d) সৈন বিভাগ  
03) যাদের ভাষাজ্ঞান কম তাদের জন্য কোন টেস্ট প্রচলিত আছে? 
a) আর্মি বিটা  
b) আর্মি গামা 
c) আর্মি আলফা
d) আর্মি ডেলটা 
04) New Type Test - এ কতজন ব্যক্তির অভিক্ষা পরীক্ষা করা হয়?  [vorsa.in]
a) 1- 10
b) 5- 10
c) 10-20  
d) 6- 10
05) Achievement Test - এর ফলাফল কে কি দিয়ে প্রকাশ করা হয়? 
a) EA  
b) AB
c) CD
d) EF
06) লোকসংখ্যার শতকরা কতজন সুতীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন?      [vorsa.in]
a) 1
b) 2
c) 3
d) 1/2  
07) টাইপ হিসাবে ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 
a) 5
b) 4
c) 2  
d) 3
08) Pyknica - এর মধ্যে কোন উপাদানটি নেই? 
a) CYCLOTHYME
b) CYCLODIN
c) SHCLOSPRENE
d) SCHIZOCHYME  
09) PYKNIC এবং AESTHENICA - ছাড়া তৃতীয় উপাদানটির নাম কি ?       [vorsa.in]
a) ATHLETIC  
b) CRITICAL
c) UNIT
d) INDIVIDUAL
10) ACHELDON কয়টি প্রধান টাইপ নির্দেশ করেছেন? 
a) 2
b) 3  
c) 4
d) 5
11) আত্মবিলুপ্তিতে অভ্যস্ত এই গুণের বিপরীত কোন 
গুণটি নিচে আছে? 
a) বুদ্ধিমান
b) ধীরস্থির
c) চিত্তাভিমানী  
d) আয়াস 
12) ভীষন মিশুককে কত নম্বর দেওয়া হয়েছে? 
a) 2
b) 1
c) 3
d) 4  
13) Mereno কোন পদ্ধতিতে ব্যক্তিত্ব বিচার করেছেন? 
a) Sociimetry                                         [vorsa.in]
b) Psycho Analysis
c) Projective Test
d) Appreciation Test
14) ইংরেজি Handicap শব্দটির আক্ষরিক অর্থ কি? 
a) প্রতিযোগিতামূলক কাজে অসুবিধা  
b) বৌদ্ধিক কাজে অসুবিধা
c) মানসিক কাজে অসুবিধা
d) শারীরবৃত্তীয় কাজে অসুবিধা
15) শব্দের তীব্রতা পরিমাপের একক কি? 
a) কিলোগ্রাম
b) গ্রাম
c) সেন্টিমিটার
d) ডেসিবেল  
File Details :-
File Name :- শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ PDF 
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 05
