Type Here to Get Search Results !

স্টেট ব্যাঙ্কে অফিসার পদে আবেদন আবেদন চলছে | SBI PO Recruitment 2022

0

Top Post Ad

স্টেট ব্যাঙ্কে অফিসার পদে আবেদন আবেদন চলছে | SBI PO Recruitment 2022 
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে আবেদন আবেদন চলছে | SBI PO Recruitment 2022 

সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক ? যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর, সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে SBI PO Recruitment 2022 Notification প্রকাশিত হয়েছে। ভারতের সব রাজ্য মিলিয়ে মোট 1673 টি শূন্যপদে Probationary Officer পদে নিয়োগ করা হবে। 

যে সমস্ত চাকরিপ্রার্থী (ছেলে-মেয়ে উভয়ই) এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাদের নূন্যতম গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং কোন পদে নিয়োগ করানো হবে, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন কি ভাবে করবেন এই  SBI PO Recruitment 2022  সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-  

পদের নাম : 
  ◆ Probationary Officer

মোট শূন্যপদ : 
  ◆ Probationary Officer - 1673টি 

মাসিক বেতন ঃ  
  ◆ বেসিক পে ৪১,৯৬০/- টাকা। বিস্তারিত জানতে নোটিফিকেশন টি দেখুন ।  

আরও পড়ুন ঃ 


শিক্ষাগত যোগ্যতা ঃ

  ◆ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। 

বয়সসীমা ঃ

  ◆ ০১/০৪/২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিতদের বয়সের ছাড় থাকছে।

আবেদন ফি ঃ

  ◆ উক্ত পদে আবেদন করার জন্য ৭৫০ টাকা লাগবে, তবে সংরক্ষিতদের কোনরূপ আবেদন মূল্য লাগবে না । 

নিয়োগ পদ্ধতি ঃ

  ◆ চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা প্রিলি, মেন ও ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এর মাধ্যমে নিয়োগ করা হবে । 

আবেদন পদ্ধতি ঃ

এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।
তাই ইচ্ছুক প্রার্থীদের নিচের দেওয়া লিংকে Apply ক্লিক করে অথবা SBI ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

আরও চাকরির খবর পড়ুন ঃ

হুগলী জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২২


 ⬤▶ গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদন শুরু ২২শে সেপ্টেম্বর ২০২২
আবেদন শেষ  ১২ই অক্টোবর ২০২২

▶ গুরুত্বপূর্ণ লিংক :


টেলিগ্রাম চ্যানেল Join Now
Official Notification  Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here

Bottom Post Ad

Post a Comment

0 Comments
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram