Type Here to Get Search Results !

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর | ভারতের সংবিধান সংক্রান্ত প্রশ্ন ও উত্তর PDF 2022 | ভারতীয় সংবিধান জি কে 02

0

Top Post Ad

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর | ভারতের সংবিধান সংক্রান্ত প্রশ্ন ও উত্তর PDF 2022, সংবিধান জি কে 
ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর | ভারতের সংবিধান সংক্রান্ত প্রশ্ন ও উত্তর PDF 2022 | ভারতীয় সংবিধান জি কে 02

সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে তোমাদের জন্যে রইলো ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF যেটি তোমাদের সমস্ত রকম কম্পেটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে ভীষণ সাহায্য করবে। এবং তোমাদের সাহাজ্যে আজকের এই পোস্টের নীচে ভারতীয় সংবিধান জিকে কুইক্স থাকবে । 

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF |  Indian Constitution in Bengali PDF টি ডাউনলোড করে নাও।

✠ ভারতীয় সংবিধানের কিছু নমুনা প্রশ্ন উত্তর ✠
প্রশ্ন : গণপরিষদ কবে গঠিত হয় ?
উত্তর : 1946 সালে ।

প্রশ্ন : গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তর : সচিদানন্দ সিনহা ।

প্রশ্ন : গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তর : ডঃ রাজেন্দ্র প্রসাদ ।

প্রশ্ন : গণপরিষদের মোট কতগুলো অধিবেশন হয়েছিল ? 
উত্তর : 11 টি ।

প্রশ্ন : গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় ?
উত্তর : দিল্লিতে ।

প্রশ্ন : সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর : ড. বি. আর আম্বেদকর ।

প্রশ্ন : ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
উত্তর : 1950 সালে 26 শে জানুয়ারি ।

প্রশ্ন : ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে ?
উত্তর : পন্ডিত জহরলাল নেহেরু ।

প্রশ্ন : গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল ?
উত্তর : 1946 সালের 9ই ডিসেম্বর ।

প্রশ্ন : ভারতের সংবিধানের জনক কে ?
উত্তর : ডঃ বি আর আম্বেদকর ।

প্রশ্ন : ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে ?
উত্তর : ১৯৩৫ সালে ।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1976 সালে ।

প্রশ্ন : ভারতীয় সংবিধান কয়টি অংশে বিভক্ত ?
উত্তর : 22 টি ।

প্রশ্ন : বর্তমানে সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা রয়েছে ?
উত্তর : 22 টি ।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?
উত্তর : ড. বি আর আম্বেদকর ।

প্রশ্ন : কে মন্তব্য করেছেন যে প্রস্তাবনা সংবিধানে প্রবেশের চাবিকাঠি ?
উত্তর : এর্নেস্ট বার্কার ।

প্রশ্ন : ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
উত্তর : যুগ্ম তালিকা ।

প্রশ্ন : কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় ?
উত্তর : ক্যাবিনেট মিশন ।

প্রশ্ন : ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
উত্তর : 6 টি ।

প্রশ্ন : ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ।

প্রশ্ন : ভারতের সংবিধানকে “আইনজীবিদের স্বর্গরাজ্য” বলে কে আখ্যা দিয়েছেন ?
উত্তর : উভোর জেনিংস ।

প্রশ্ন : খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর : ডঃ বি আর আম্বেদকর ।

প্রশ্ন : “পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন” - উক্তিটি কার ?
উত্তর : কে. এম. মুন্সি ।

প্রশ্ন : ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে ?
উত্তর : প্রায় তিন বছর ।

প্রশ্ন : কত তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় ?
উত্তর : 73 তম সংবিধান সংশোধনীর দ্বারা ।

প্রশ্ন : ভারতের গণপরিষদ গঠনের দাবি প্রথম কে তুলেছিলেন ?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।

প্রশ্ন : “বাক স্বাধীনতা” হল একটি -
উত্তর : মৌলিক অধিকার ।

প্রশ্ন : প্রথমে সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল ?
উত্তর : 395 টি ।

প্রশ্ন : গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল ?
উত্তর : হাতি ।

প্রশ্ন : যুক্ত স্বরবর্ণ বাংলার একজন প্রবক্তা কে ছিলেন ?
উত্তর : এইচ এস সুরাওয়াদি ।

প্রশ্ন : ভারতের সংবিধানের খসড়া রচনায় কতদিন সময় লেগেছিল ? 
উত্তর : 114 দিন ।

প্রশ্ন : রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর : সরদার বল্লভ ভাই প্যাটেল ।

প্রশ্ন : কে ভারতের সংবিধান কে “সংবিধানের আত্মা” বলে আখ্যা করেছেন ?
উত্তর : ঠাকুরদাস ভার্গব ।

প্রশ্ন : সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে ?
উত্তর : তৃতীয় অধ্যায়ে ।

প্রশ্ন : ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?
উত্তর : সংবিধান ।

প্রশ্ন : ভারতের রাষ্ট্র ব্যবস্থা কিরূপ ?
উত্তর : গণতান্ত্রিক ।

প্রশ্ন : ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ?
উত্তর : সুকুমার সেন ।

প্রশ্ন : বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারে নূন্যতম বয়স কত ?
উত্তর : 18 বছর ।

প্রশ্ন : ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে “সংবিধানের আইডেন্টি কার্ড” বলে কে অভিহিত করেছেন ?
উত্তর : নানাভয় পালকিওয়ালা 

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : লর্ড মাউন্টব্যাটেন ।

প্রশ্ন : মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তর : আমেরিকার যুক্তরাষ্ট্র ।

প্রশ্ন : ভারতের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয় ?
উত্তর : 1947 সালের 29 শে আগস্ট ।

প্রশ্ন : কবে ভারতের সংবিধান গৃহীত হয় ?
উত্তর : 1949 সালের 26 শে নভেম্বর ।

প্রশ্ন : চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
উত্তর : সাতজন ।

প্রশ্ন : কোন মামলায় সুপ্রিমকোর্ট রায় দেয় যে “প্রস্তাবনা” হলো ভারতের সংবিধানের একটা অংশ ? 
উত্তর : কেশবানন্দ ভারতী মামলা ।

প্রশ্ন : গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
উত্তর : সচিদানন্দ সিনহা ।

প্রশ্ন : কোন দেশের সংবিধানকে “আইনজীবিদের স্বর্গরাজ্য” বলা হয় ?
উত্তর : ভারত । 

প্রশ্ন : ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো কে সংবিধান পরিষদের অবতারণা করেন ?
উত্তর : জহরলাল নেহেরু । 

প্রশ্ন : কোন দেশের সবচেয়ে বড় ও লিখিত সংবিধান রয়েছে ?
উত্তর : ভারত ।
সমস্ত প্রশ্নোত্তর গুলো পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- ভারতের সংবিধান প্রশ্ন ও উওর PDF 02
File Language :- Bengali
File Size :-  01 MB
No. of Pages :- 03


Tag : ভারতের সংবিধান কবে গৃহীত হয়, ভারতের সংবিধান কে রচনা করেন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়, ভারতের সংবিধান কে লিখেছিলেন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি, ভারতের সংবিধান থেকে প্রশ্ন, ভারতের সংবিধানের রচয়িতা কে, ভারতের সংবিধান সংক্রান্ত প্রশ্ন, ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে, ভারতের সংবিধান প্রণেতা কে..

Bottom Post Ad

Post a Comment

0 Comments
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram