Type Here to Get Search Results !

বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা PDF

0
বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা PDF -list-of-diseases-and-their-vaccines 
 বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি সাধারণ বিজ্ঞানের অংশ হিসেবে বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা PDF । তোমরা যদি ICDS Supervisor এবং যেকোনো Competitive Exam এর বিগত বছরের প্রশ্নপত্র ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে ভ্যাকসিন সম্পর্কে প্রায়ই প্রশ্ন আসে... এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হল বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা PDF। তাই আজ আমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা বাংলা ভাষায় প্রকাশ করলাম ।
⬕ সুতরাং আর দেরি না করে নিচ থেকে তালিকা টি দেখে নিয়ে অফলাইনে পড়ার জন্য ডাউনলোড করুন ।
বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা

রোগ ভ্যাকসিন আবিষ্কর্তা
পোলিও ইনঅ্যাক্টিভেটেড পোলিও জোনাস সল্ক
যক্ষ্মা বিসিজি (BCG) ভ্যাকসিন আলবার্ট কালমেট্টে,ক্যামিলে গুয়েরিন
ইনফ্লুয়েঞ্জা-বি HIB ডেভিড স্মিথ
ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন থমাস ফ্রান্সিস
কলেরা কলেরা ভ্যাকসিন রবার্ট কোচ
টাইফয়েড টাইফয়েড ভ্যাকসিন (TAB) আলমরথ এডওয়ার্ড, রাইট
টিটেনাস টিটেনাস টক্সয়েড (TT) এমিল ভন বেহরিং
ভডিপথেরিয়া ডিপথেরিয়া ভ্যাকসিন (DTP) লেইলা ডেনমার্ক
নিউমোনিয়া নিউমোনিয়া ভ্যাকসিন (PCV) ***
স্মল পক্স ভ্যাক্সিনিয়া (VACCINIA) এডওয়ার্ড জেনার
চিকেন পক্স ভ্যারিসেল্লা (VARICELLA) টমাস ওয়েলার
মাম্পস মাম্পস ভ্যাকসিন (MMR) মোরিস হিলম্যান
হাম মিসলেস ভ্যাকসিন মোরিস হিলম্যান
রুবেলা রুবেলা ভ্যাকসিন মোরিস হিলম্যান
জলাতঙ্ক র‌্যাবিস ভ্যাকসিন লুই পাস্তুর
পোলিও লাইভ ওরাল পোলিও স্যাবিন
হেপাটাইটিস-এ হেপাটাইটিস-এ (HEP A) মোরিস হিলম্যান
হেপাটাইটিস-বি হেপাটাইটিস-বি (HEP B) পাবলো ডিটি, ভ্যালেনজুয়েলা

কিছু নমুনা প্রশ্ন ঃ 

⬕ কলেরা রোগের ভ্যাকসিনের নাম কি ?
উ:- কলেরা ভ্যাকসিন 

⬕ যক্ষ্মা রোগের ভ্যাকসিনের নাম কি ?
উ:- বিসিজি (BCG) ভ্যাকসিন । 

⬕ স্মল পক্স রোগের ভ্যাকসিনের নাম কি ?
উ:- ভ্যাক্সিনিয়া (VACCINIA) 

⬕ জলাতঙ্ক রোগের আবিষ্কর্তা কে?
উ:- লুই পাস্তুর । 

⬕ হেপাটাইটিস-এ রোগের আবিষ্কর্তা কে?
উ:- মোরিস হিলম্যান । 

⬕ নিউমোনিয়া ভ্যাকসিন (PCV) কোন রোগের কারনে দেওয়া হয় ?
উ:- নিউমোনিয়া । 

⬕ পোলিও রোগের আবিষ্কর্তা কে?
উ:- জোনাস সল্ক । 

File Details :-
File Name :-  বিভিন্ন রোগের ভ্যাকসিন ও তার আবিষ্কর্তা তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 250 KB
No. of Pages :- 01

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram