Type Here to Get Search Results !

History GK MCQ Question Answer for All Competitive Exam / Part-02

0
History GK MCQ Question Answer for All Competitive Exam / Part-02
History GK MCQ Question Answer for All Competitive Exam / Part-02
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ  ইতিহাস জিকে প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


1) ভারতের প্রাচীনতম জাদুঘরটি হল -
a) মুম্বাইয়ে 
b) দিল্লিতে 
c) চেন্নাইয়ে
d) কলকাতায় 


2) ইন্ডিয়ান মিউজিয়াম গড়ে ওঠে -
a) 1915 খ্রিস্টাব্দে
b) 1920 খ্রিস্টাব্দে
c) 1814 খ্রিস্টাব্দে 
d) 1840 খ্রিস্টাব্দে


3) কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়?
a) লর্ড ডালহৌসির
b) ড. ন্যাথানিয়েল উলরিচের 
c) লর্ড বেন্টিঙ্ক-এর
d) লর্ড ক্যানিং-এর


4) জ্যাকব ও উইলিয়াম গ্রিম যে ধরণের গল্পকার সেটি হল -
a) লোককথার 
b) কিংবদন্তির 
c) পৌরাণিক কাহিনীর 
d) রূপকথার 


5) আলিবাবা ও চল্লিশ চোরের কাহিনীর উদাহরণ দাও।
a) স্মৃতিকথা 
b) লোককথা 
c) কিংবদন্তী 
d) রূপকথা 


6) কোন যুগে পুরাণগুলি সংকলিত হয়েছে?
a) মৌর্য 
b) গুপ্ত 
c) পাল 
d) সেন 


7) জর্জ পিক্টরিয়াস-এর ´Theologia Mythologica` গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
a) 1523 সালে
b) 1528 সালে
c) 1532 সালে
d) 1538 সালে


8) Song of Roland কাকে নিয়ে রচিত হয়?
a) ওয়েস্ট হুড 
b) রবিন হুড 
c) শের উড 
d) হলিউড 


9) মহাভারতের অন্যতম কিংবদন্তি চরিত্র হলো -
a) রামচন্দ্র 
b) বিক্রমাদিত্য 
c) গোপাল ভাঁড় 
d) শ্রীকৃষ্ণ 


10) প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তী চরিত্র হল -
a) হারকিউলিস 
b) গিলগামেশ 
c) রবিনহুড 
d) কোনোটিই নয় 


11) ফ্রান্সের লোক ইতিহাসের চার্ণকবিদের বলে -
a) মিনিসিঙ্গার 
b) সুইটসিঙ্গার 
c) ট্রবাদুর 
d) ইলুমিনেটার 


12) ঠাকুরমার ঝুলির রচয়িতা হলেন -
a) দক্ষিনারঞ্জন মিত্র মজুমদার 
b) রবীন্দ্রনাথ ঠাকুর 
c) বিদ্যাসাগর 
d) প্যারিচাঁদ মিত্র 


13) স্মৃতিকথার অন্যতম বৈশিষ্ট কি?
a) সাধুভাষায় 
b) চলিত ভাষায় 
c) কথ্যভাষায় 
d) উত্তম পুরুষে লেখা 


14) স্মৃতিকথাকে সমস্যামূলক শব্দ বলেছেন -
a) পিটার বার্কলে 
b) হেনরি গ্লাসি 
c) জন বি টমসন 
d) বুল্টম্যান 


15) জীবনের জলসাঘরে কি মূলক রচনা?
a) স্মৃতিকথা 
b) কিংবদন্তী 
c) লোককথা 
d) পৌরাণিক কাহিনী 


16) ´দেশভাগ:স্মৃতি ও স্তব্ধতা`-এর লেখক হলেন -
a) সেমন্তী ঘোষ 
b) সুদীপ মুখোপাধ্যায় 
c) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
d) সুদীপ বন্দ্যোপাধ্যায়


17) ´দ্য স্ট্রাগল ইন মাই লাইফ`-নামক স্মৃতিচারনামূলক গ্রন্থটির রচনাকার হলেন -
a) নেপোলিয়ন বোনাপার্ট 
b) জুলিয়াস সিজার 
c) নারায়ণ সান্যাল 
d) নেলসন 


18) কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস -(1948 খ্রি.) প্রতিষ্ঠা করেন -
a) অ্যানাল নেভিনস 
b) ফোর্ড বেল 
c) রিচার্ড জনসন 
d) মারউইক 


19) Oral History Movement -এর একজন অন্যতম প্রবক্তা হলেন -
a) জেকব গ্রিম 
b) পল থমসন 
c) ভন ৱ্যাঙ্কে 
d) উইলিয়ম উলরিচ 


20) Advance History of India--র রচয়িতা হলেন -
a) রমেশচন্দ্র মজুমদার 
b) রমেশচন্দ্র দত্ত 
c) সুমিত সরকার 
d) যদুনাথ সরকার



More PDF
PDF Link
ইতিহাস MCQ প্রশ্নোত্তর পর্ব-১Click Here
GK MCQ প্রশ্নোত্তর পর্ব-১Click Here

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad

Skip Ad in 20s
WhatsApp Logo Join WhatsApp Telegram Logo Join Telegram